দেশে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা
প্রকাশ | ১৯ জুলাই ২০২৩, ২০:১৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ২০:২৪
বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি টেলিভিশন চ্যানল ‘চ্যানেল 24’ এর পর্দায় সংবাদ পাঠ করলেন (এআই) কৃত্রিম বুদ্ধিমত্তা 'অপরাজিতা'।
বুধবার (১৯ জুলাই) চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার বুলেটিনে উপস্থাপনা করে (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপরাজিতা।
যতই দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে প্রযুক্তির। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্যতম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মেধা ব্যবহার করে আগামীতে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে চলছে আলোচনা ।
গত ৯ জুলাই ভারতের ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল 24’। যার নাম রাখা হয়েছে অপরাজিতা।
এই বিষয়ে চ্যানেল 24 এর সিনিয়র নিউজ এডিটর বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।’
যাযাদি/ এম