অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কো ব্যক্তিদের টার্গেট করে যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার কারণে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে মেটা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানায়, ইনস্টগ্রামের ৬৩ হাজার অ্যাকাউন্ট বন্ধসহ ১৩০০ ফেসবুক অ্যাকাউন্ট, ২০০ ফেসবুক পেজ এবং ৫৭০০ ফেসবুক গ্রুপ ব্ন্ধ করে দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার এসব ব্যক্তিরা কাউকে টার্গেট করে অনেক সময় ভুয়া ছবি পাঠাত। যতক্ষণ পর্যন্ত তারা অর্থ না পেতে ততক্ষণ পর্যন্ত ওইসব ব্যক্তিদের হয়রানি করত ‘যৌন প্রতারকরা।’
মেটা আরও জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বন্ধে এবারই প্রথম কার্যক্রম গ্রহণ করা হয়নি, বরং বিষয়টি সম্পর্কে সচেতন করতে তারা এটি প্রকাশ্যে এনেছে।
সূত্র: রয়টার্স