মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

পূবালী ব্যাংকের সাইট ডাউন: সাইবার হামলার দাবি হ্যাকারের

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ১৬:২০
আপডেট  : ০৩ আগস্ট ২০২৪, ১৬:২৯
ছবি: যায়যায়দিন

পূবালী ব্যাংকের সাইট ডাউন। ব্যাংকের সাইটে সাইবার হামলার দাবি হ্যাকার গ্রুপের।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় ব্যাংকের সাইটটি ভিজিটে দেখা যায় “এইচটিটিপি এরর 503 - সার্ভিস টেমপোরারিলি আনএভেইলেবল”।

HTTP ত্রুটি 503 হল একটি স্ট্যাটাস কোড যা নির্দেশ করে যে সার্ভারটি বর্তমানে সার্ভারের অস্থায়ী ওভারলোডিং বা রক্ষণাবেক্ষণের কারণে অনুরোধটি পরিচালনা করতে অক্ষম৷ সাধারণত এর মানে হল যে সার্ভারটি খুব ব্যস্ত বা অনুরোধে সাড়া দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ চলছে।

এটি একটি সার্ভার-সাইড ত্রুটি, যার অর্থ সমস্যাটি ক্লায়েন্টের ডিভাইস বা ইন্টারনেট সংযোগের সাথে নয়, বরং ওয়েবসাইট বা পরিষেবা হোস্ট করা সার্ভারের সাথে।

এদিকে, সিলেট গ্যাং এসজি নামের একটি গ্রুপের সামাজিক মাধ্যম ঘেটে দেখা যায়, তারা পূবালী ব্যাংকের সাইট ডাউনের একটি ছবি পোস্ট করেছে। তাদের পোস্টের পক্ষে তারা প্রমান হিসাবে চেক হোস্ট লিংক দিয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে