মোবাইল ইন্টারনেটের পর ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বন্ধ

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ১৯:০০

যাযাদি ডেস্ক
সংগৃহীত ছবি

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় আবারও সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি সেবা বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল অপারেটরগুলোকে প্রথমে ফোর-জি নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা মোবাইলে ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

মোবাইল অপারেটরেরা বলছে, তারা কর্তৃপক্ষের কাছে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।  

মোবাইল ইন্টারনেট বন্ধের পর বেলা ১টার দিকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক কোটা আন্দোলনে হতাহতের জন্য শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করা হয়। পাশাপাশি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও।

পাল্টাপাল্টি সহিংসতায় মুন্সিগঞ্জে দুজন, মাগুরা ও সিরাজগঞ্জে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যাযাদি/এসএস