২৯ মার্চ যা ঘটবে পৃথিবীতে

প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১৭:১১

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী ২৯ মার্চ দুপুরেই পৃথিবীতে আংশিক সূর্যগ্রহণ হবে। নেমে আসবে অন্ধকার। কিন্তু বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৫১ মিনিটে গ্রহণটি শুরু হবে। এবং স্থায়ী হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট পর্যন্ত।

এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যার অর্থ চাঁদ সূর্যের পুরো অংশ ঢেকে ফেলবে না। বরং চারপাশে একটি বলয়ের মতো আংশিক দৃশ্যমান থাকবে।

এবারের সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে।

এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে। বলয়াকার গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয়, যা সাধারণত ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

এই ধরনের সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিশেষ চোখের সুরক্ষা প্রয়োজন। খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে।

তবে যেসব দেশে এটি দেখা যাবে, সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ ও বিশেষ ফিল্টার ব্যবহার করে গ্রহণ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।

যাযাদি/ এম