চোখে চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ !

প্রকাশ | ২৯ জুন ২০২৫, ০৯:৫২

যাযাদি ডেস্ক
কেনাকাটা করার পর বিল পরিশোধ করবে চশমা। ছবি: সংগৃহীত

ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই। টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন, ব্যাংক কার্ড কিংবা ক্যাশ এসবের যুগ ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে। এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করলো বিশ্ব।

নতুন এ প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু।

অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্মার্ট গ্লাসের মাধ্যমে বাস্তব জগতে প্রথমবারের মতো ই-ওয়ালেট পেমেন্ট সম্পন্ন করেছে চীনের আলিপে প্লাস ও মেইজু।

অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্মার্ট গ্লাসের মাধ্যমে বাস্তব জগতে প্রথমবারের মতো ই-ওয়ালেট পেমেন্ট সম্পন্ন করেছে চীনের আলিপে প্লাস ও মেইজু। সম্প্রতি হংকংয়ে ডিজিটাল ওয়ালেট পরিষেবা আলিপে এইচকে ও কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে এ লেনদেন হয়। প্রতিষ্ঠান দুটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে চশমার মাধ্যমে কিউআর স্ক্যান বা ভয়েস কমান্ড দিয়ে পেমেন্ট করা সম্ভব হয়। এতে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন ও ইনবিল্ট ক্যামেরা রয়েছে। বিশ্বব্যাপী এ সুবিধা ২০২৫ সালের পর চালু করতে পারে আলিপে+। খবর টেকরাডার