অনুমতি ছাড়াই গোপনে ফোনের ছবি চুরি করছে যে অ্যাপ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১১:৩৫

যাযাদি ডেস্ক
প্রতীকী ছবি

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক ভয়ংকর হুমকি হয়ে উঠেছে ‘স্পার্ককিটি’ নামের একটি ম্যালওয়্যার। ভুয়া ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাপের ছদ্মবেশে ছড়িয়ে পড়া এই ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তেই গ্যালারির ছবি ও সংবেদনশীল তথ্য চুরি করছে—এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘কাসপারস্কি’।

বিশেষজ্ঞরা বলছেন, ‘স্পার্ককিটি’ আসলে পূর্ববর্তী ‘স্পার্কক্যাট’ ম্যালওয়্যারের উন্নত সংস্করণ। আগের ভার্সনটি ছবির ভেতরের লেখা শনাক্ত করে ব্যবহারকারীর ক্রিপ্টো ওয়ালেটের রিকভারি কোড চুরি করত। তবে নতুন সংস্করণটি পুরো গ্যালারিই টার্গেট করছে—কোনো ধরনের বাছবিচার ছাড়াই।

কীভাবে কাজ করে এই ম্যালওয়্যার?

‘স্পার্ককিটি’ মূলত ‘কয়েন’ নামে একটি ভুয়া অ্যাপ হিসেবে Google Play Store ও Apple App Store-এ পাওয়া যায়। অ্যাপটি ব্যবহারকারীদের ক্রিপ্টো ওয়ালেট খুলতে বলে এবং সেই সঙ্গে একটি রিকভারি ফ্রেজ সংরক্ষণ করতে অনুরোধ করে। ব্যবহারকারীরা অনেক সময় এই গুরুত্বপূর্ণ তথ্যের স্ক্রিনশট তুলে ফোনে রেখে দেন। আর সেখান থেকেই শুরু হয় বিপদ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে একবার স্টোরেজ পারমিশন দিলেই অ্যাপটি গ্যালারির সবকিছুতে ঢুকতে পারে। আইফোন ব্যবহারকারীরাও নিরাপদ নন—ইনস্টল করার সময় গ্যালারির অনুমতি দিলে স্পার্ককিটি পুরোনো ও নতুন সব ছবি স্ক্যান করে এবং দূরবর্তী সার্ভারে পাঠিয়ে দেয়।

এই ছবিগুলোর মধ্যে থাকতে পারে ব্যক্তিগত মুহূর্ত, পারিবারিক তথ্য, এমনকি অফিসের স্পর্শকাতর কনফিডেনশিয়াল ডকুমেন্ট—যা পরবর্তীতে ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল বা প্রতারণার ফাঁদে ফেলতে পারে।

কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিচের নিয়মগুলো মেনে চললে এই ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব:

অপরিচিত বা সন্দেহজনক কোনো ক্রিপ্টো অ্যাপ ডাউনলোড করবেন না।

রিকভারি ফ্রেজ বা পাসওয়ার্ডের স্ক্রিনশট ফোনে রাখবেন না।

নতুন অ্যাপ ইনস্টলের সময় গ্যালারি বা স্টোরেজ অ্যাক্সেস চাইলেই 'না' বলুন।

ফোনে সবসময় বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।

শুধুমাত্র Google Play বা App Store থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাপ ডেভেলপার ও রিভিউ ভালোভাবে যাচাই করে নিন।

‘স্পার্ককিটি’ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অন্যতম ভয়ংকর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা রক্ষায় তাই আরও সতর্ক হোন, অপরিচিত অ্যাপ থেকে দূরে থাকুন এবং সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করুন।

সূত্র: ডিজিট