ফাখরিজাদেহকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ: ট্রাম্প

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২০, ১৬:১৪

যাযাদি ডেস্ক

ফাখরিজাদেহকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ: ট্রাম্প

ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা- মোসাদের হাত থাকার বিষয়টি ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরাইলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করেন।  খবর এপির।

 

ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।

 

এ বিষয়ে ইয়োসি মেলমান নামে ইসরাইলের এক সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ট্রাম্প বলেন, ফাখরিজাদেহকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল।

 

এছাড়া, ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফাখরিজাদেহকে তার ভাষায় ইরানের ‘পরমাণু অস্ত্র কর্মসূচি’র কারিগর বলেও দাবি করেন।

 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরাইলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে।

 

এ ঘটনায় বোঝা যায়, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে তারা পায়ে পাড়া দিয়ে একটা যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।

 

যাযাদি/ এম.এস/৪:০২পিএম