সমুদ্রে ভারত-শ্রীলঙ্কা-মালদ্বীপ একে অপরকে সহযোগিতার আশ্বাস

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ২০:৫৯

যাযাদি ডেস্ক

 

 

 

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা-মালদ্বীপের সমুদ্র সীমান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত ত্রিপাক্ষিক আলোচনায় একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশগুলো।

 

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

 

এটি ছিল ত্রিপাক্ষিক সামুদ্রিক সুরক্ষা সহযোগিতা সম্পর্কিত প্রথম জাতীয় সুরক্ষা উপদেষ্টা পর্যায়ের বৈঠক।

বৈঠকে সমুদ্রের পানিদূষণ নিয়ন্ত্রণ, অন্য দেশের খবরদারি ও দখলদারি মনোভাব প্রতিহত করা, সমুদ্র ব্যবহার করে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র এবং মানব পাচারের বিরুদ্ধে সহযোগিতা করার বিষয়ে একমত হয় দেশগুলো।

 

ত্রিপাক্ষিক এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধেনা। আরও ছিলেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া দিদি এবং শ্রীলঙ্কার প্রতিরক্ষা সেক্রেটারি মেজর জেনারেল (অব.) কামাল গুনার্তনে।

 

 

বৈঠকের আলোচনা ও ফলাফল তিনটি দেশকে এই অঞ্চলের সমুদ্র সুরক্ষায় নিবিড় সমন্বয় উন্নয়নে সহায়তা করেছে বলে বৈঠক শেষে জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধেনা।

 

তথ্যসূত্র: এএনআই