বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় প্রাণ গেল বিজেপি এমপির

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২০, ১২:১৩

ভারতের গুজরাটের রাজ্যসভার সংসদ সদস্য অভয় ভরদ্বাজ (৬৬) কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত আগস্ট থেকে ভুগছিলেন অভয় ভরদ্বাজ। কোভিড থেকে সেরে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ৯ অক্টোবর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সংক্রমণের কারণে তার দুটি ফুসফুসই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল।

অভয় ভরদ্বাজ ছিলেন বিশিষ্ট আইনজীবী। চলতি বছরের জুনে বিজেপির টিকিটে রাজ্যসভায় সংসদ সদস্য নির্বাচিত হন।

হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. অনুরাধা ভাস্করণ জানান, লাইফ সাপোর্টে থাকাকালীন তার একাধিক অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকালে তিনি না ফেরার দেশে চলে যান।

গুজরাটের বিজেপির এই এমপির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি অভয় ভরদ্বাজের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

যাযাদি/এম.এস/১২:০৭পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে