বিশ্বে সাড়ে ৪ কোটি মানুষের করোনা জয়

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:০১

যাযাদি ডেস্ক

 

 

 

 

 

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সাড়ে চার কোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন। মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ছয় কোটি। শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে ৪ কোটি ৫৩ লাখ ৭১ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। পুরা বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ কোটি ৫৫ লাখ।

 

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান ২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত দেড় কোটির কাছাকাছি। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৮৫ লাখ ৬১ হাজারের বেশি। আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখ ২৫ হাজার আক্রান্ত। দেশটিতে শনাক্ত হয় ৬৬ লাখ ৮৭ হাজার। এর মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ৭৫ হাজারের বেশি।

 

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৯০ লাখ ১৫ হাজারের বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। মৃতের তালিকায় তৃতীয় দেশটিতে প্রাণহানি হয়েছে এক লাখ ৩৯ হাজারেরও বেশি মানুষের। বাংলাদেশে এখন পর্যন্ত  ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪৮ জনে।

 

যাযাদি/এসএইচ