ফাইজার-বায়োএনটেকের টিকা বাহরাইনে অনুমোদন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৫৮

যাযাদি ডেস্ক

 

ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। দেশটি শুক্রবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। ব্রিটেনের সবুজ সঙ্কেতের পর বাহরাইন এই টিকার অনুমোদন দিলো।

 

বাহরাইনের সরকারি বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সিইও মরিয়ম আল জালাহ্মা’র উদ্ধৃতি দিয়ে বলেছে, বাহরাইনের জাতীয়ভাবে কোভিড-১৯ মোকাবিলায় ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ যোগ করবে।

 

এর আগে বুধবার ব্রিটেন ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। আগামী সপ্তাহ থেকে দেশটি টিকা দেয়ার কাজ শুরু করবে।

 

 

বাহরাইন নভেম্বরে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেয়ার জন্যে অনুমোদন দিয়েছিল। দেশটিতে এ পর্যন্ত ৮৭ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৪১ জন। মার্কিন ওষুধ কোম্পানী ফাইজার জার্মান কোম্পানী বায়োএনটেককে সাথে নিয়ে এ টিকা তৈরি করে।

 

যাযাদি/এসএইচ