ভারতের দিল্লি পুলিশ অ্যাপস তৈরি করে ম্যালওয়ার ভাইরাস ছড়ানোর দায়ে ১২ জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে চীনের দুই জন নারী রয়েছে, তারা হলেন চাওহং দেং দাওং(২৭) এবং উ জিজাই(৫৪)।
তারা দুজনই চীনের সিচুয়ান প্রদেশের নাগরিক। এ ছাড়া প্রতারকদের ভেতরে একজন তিব্বতের নাগরিক রয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, গত দুই মাসে ভারতের ৪০ হাজার মানুষ এই চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে। গ্রেফতার দুই চীনের নাগরিকের কাছ থেকে ২৫ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে তাদের প্রায় ৫ কোটি রুপি থাকার তথ্য পাওয়া গেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd