ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ১৪:২৭

যাযাদি ডেস্ক

ইয়েমেনের আল হুদায়হ প্রদেশে রোববার সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।

 

এ সময় হুতিদের হামলায় দুই সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন।  দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবর আনাদোলুর।

 

 সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আল হুদায়হ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদ দুরায়হিমিতে সরকারি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুতি বিদ্রোহীরা।

 

গোপন সূত্রে এ খবর পেয়ে হুতিদের বিরুদ্ধে সাঁড়াসি অভিযান চালায় সেনাবাহিনী। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আরও ৫৫ হুতি বিদ্রোহী এবং ১০ সেনা সদস্যও গুরুতর আহত হয়েছে।

 

যাযাদি/ এমএস