শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার ভয়ে বিমানবন্দরে লুকিয়ে ৩ মাস

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২১, ১৫:২৩

করোনার ভয়ে শিকাগো বিমানবন্দরে তিন মাস লুকিয়ে ছিলেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা আদিত্য সিং। অবশেষে ধরা পড়েছেন তিনি।

শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দরের চলাচল নিষিদ্ধ এলাকায় তিন মাস লুকিয়ে ছিলেন ৩৬ বছর বয়সী আদিত্য। তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক।

ধরা খেয়ে আদিত্য সিং পুলিশকে জানিয়েছেন, করোনার ভয়ে তিনি বিমানে চড়ে বাড়ি ফেরার সাহস পাননি। তাই বিমানবন্ধরে লুকিয়ে ছিলেন।

ব্যস্ততম এই বিমানবন্দরে সর্বসাধারণের যাতায়াত নিষিদ্ধ এলাকায় নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর কর্মীদের চোখ এড়িয়ে থেকে যান তিনি। এ ছাড়া অপারেশন ম্যানেজারের অফিসের একটি ব্যাজও চুরি করেছিলেন আদিত্য।

অপারেশন ম্যানেজার গত অক্টোবরে এই ব্যাজটি পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিলেন। এর পর ইউনাইটেড এয়ারলাইনসের কর্মীরা আদিত্যকে ধরে ফেলেন।

আদিত্যকে ঘুরতে দেখে প্রথমে তাদের সন্দেহ হয়। তারা আদিত্যকে প্রশ্ন করতে থাকেন। তিনি তখন সেই ব্যাজ দেখান। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ আদিত্যকে আটক করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

বিচারক আদিত্যকে এক হাজার ডলার জমা রেখে জামিন দিয়েছেন। তবে ওই বিমানবন্দরে তিনি আর ঢুকতে পারবেন না।

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে