‘হোয়াইট হাউসে আমার ও ডোনাল্ডের সময় এবার শেষ হয়ে এসেছে। তবে যত দিন এখানে কাটিয়েছি এবং যে যে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকবে।’ ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার ঠিক আগের দিন এভাবেই আবেগপূর্ণ ফেয়ারওয়েল মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জানা গেছে, ভাবী ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে তিনি প্রথামাফিক চা-চক্রেও যাননি। স্বভাবতই হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার শোকে যে মেলানিয়া বিহ্বল হয়ে পড়েছেন, এমনই মনে করছেন সমালোচকদের একাংশ। মেলানিয়ার বার্তায় যতই আবেগ থাকুক না কেন, এই মেসেজের উত্তরে নেটিজেনরা তাকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন। এটা স্পষ্ট যে ট্রাম্প দম্পতি হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ায় বেশিরভাগ মার্কিনিই খুশি। এক ইউজার ক্ষোভ উগড়ে লেখেন, ‘যাক, অবশেষে অত্যন্ত শিক্ষিত, যোগ্য এবং সম্মানীয় ফার্স্ট লেডি আমরা পেতে চলেছি। এটা যেকোনো ছোট বাচ্চাও স্বীকার করবে। কারণ ধনী বৃদ্ধকে বিয়ে করে শুধুমাত্র নানারকম পোজে ফটো পোস্ট করাটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’
অন্য এক ইউজার মেলানিয়ার ফেয়ারওয়েল বার্তার প্রেক্ষিতে বলেন, ‘আমাদের একদমই কিছু যায় আসে না।’ কেউ কেউ তো আবার ট্রাম্প-মেলানিয়ার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উস্কে বলেন, ‘কতজন বাজি ধরবেন যে, আগামী এক বছরের মধ্যে মেলানিয়া নিশ্চিত বিবাহবিচ্ছেদের মামলা করবেন।’ সূত্র : বর্তমান
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd