ইসলামি প্রজাতন্ত্র ইরানের চাবাহার বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ক্রেনসহ ভারি সরঞ্জামাদি পাঠিয়েছে ভারত। যার আর্থিক মূল্য ৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মিডিয়া হিন্দুস্থান টাইমসের বরাতে দ্য ফ্রন্টিয়ার পোস্ট সম্প্রতি খবরটি প্রকাশ করেছে।
মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্য কৌশলগত সংযোগ প্রকল্পে ভারতের অঙ্গীকারের নিদর্শন স্বরূপ এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব সরঞ্জাম চাবাহার বন্দরের ভারত পরিচালিত শহীদ বেহেশতি টার্মিনালে স্থাপন করা হবে।
ইরানের পোর্ট ও মেরিন সার্ভিস কোম্পানির সঙ্গে এ বিষয়ে ২০১৬ সালের মে মাসে ১০ বছরের চুক্তি করে ভারত।
ইরানি বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪০ মেট্রিক টনের দুটি হারবার ক্রেন। এ দুটি ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd