বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে সেরামের নির্মাণাধীন ভবনে আগুন

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২১, ১৭:০৫

ভারতের সেরাম ইনস্টিটিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তাদের কোভিশিল্ড টিকা তৈরিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট।

একটি সূত্রের বরাতে ভারতের এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আগুন নেভাতে সেখানে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতের পুনে শহরে ১০০ একরের বেশি জায়গাজুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা প্রস্তুতে চুক্তি করেছে সেরাম।

পুনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মঞ্জরি নামের একটি ভবনে এ আগুনের সূত্রপাত। যেখানে টিকা প্রস্তুত করা হচ্ছে সেখান থেকে এর দূরত্ব খুব বেশি নয়।

সেরাম ইনস্টিটিউটের টিকা তৈরির সক্ষমতা বাড়াতে আরও আট থেকে নয়টি ভবন তৈরির কাজ চলছে।

নির্মাণাধীন একটি ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ভবনের মধ্যে চারজন লোক আটকা পড়েছিল। এর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে তা নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে