শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে সেরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২১, ২১:১৮

ভারতে সেরাম ইনস্টিটিউটে আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে। পুনেতে সেরামের একটি নির্মাণাধীন ভবনে বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ভেতরে আরও লোকজন আটকে পড়েছে বলে জানানো হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম। প্রতিষ্ঠানটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে। আগুনে টিকা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা টুইটার বার্তায় বলেন, ‘আমরা দুঃখজনক খবর পেলাম। আগুনে কয়েকজন মারা গেছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সেরামে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ফায়ার সার্ভিসে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার নমরত পাতিল বলেন, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে আগুন লাগে। নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ ও পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে