ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগ্গা শহরের কাছাকাছি এক খনিতে ডিনামাইট বিস্ফোরণে ওই খনির আট শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবমোগ্গা শহরের সাত কিলোমিটার দূরে হনসোডুর কাছাকাছি এই খনিতে ডিনামাইট বোঝাই ট্রাক থেকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। ডিনামাইটের ট্রাকটি খনির পাশেই রাখা ছিল এবং শ্রমিকরা ওই সময় বিশ্রামে ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করেছেন। দুর্গতদের সহায়তার জন্য কর্ণাটক রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd