শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিল ইসরায়েল

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২১, ১১:০০

ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদ ভেঙে দিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির কয়েকটি সামরিক যান আল-খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের একটি মসজিদসহ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেয়। স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি গুড়িয়ে দেয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দখলদারেরা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের পানির কূপও ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করতো।

কিছুদিন আগে ইসরায়েলি দখলদাররা জানিয়েছিল, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেয়া হয়নি। ফলে তা ভেঙে দেয়া হবে। যদিও ইসরায়েলিরাই ওই এলাকা দখল করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছে।

এদিকে দখলদার সেনারা অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে তাদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সংঘর্ষ হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লক্ষ্য করে গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে