বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে আত্মহত্যা ঠেকাতে মন্ত্রী নিয়োগ

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৯

জাপানে করোনা ভাইরাসের সময় করোনায় যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ একই সময়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার ক্রমবর্ধমান হার কমাতে প্রথমবারের মতো ‘একাকীত্ব মন্ত্রী’ নিয়োগ দিয়েছে জাপান। করোনা মহামারির সময়ে আত্মহত্যার হার বেড়ে যাওয়ার কারণে অনেকটা বাধ্য হয়েই দেশটি এই মন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম জাপান টাইমস।

দেশটির প্রথম একাকীত্ব মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তেতশুশি সাকামতো। তিনি দেশের জন্মহার হ্রাস মোকাবিলা এবং আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিত করার পাশাপাশি এই মন্ত্রণালয়ের দায়িত্বপালন করবেন।

জাপান টাইমস জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা তার মন্ত্রিসভায় একাকীত্ব মন্ত্রী নিয়োগ দেন। যুক্তরাজ্যের উদহারণকে সামনে রেখে এই নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালে যুক্তরাজ্যে আত্মহত্যা বেড়ে যাওয়ায় মন্ত্রিসভায় একই ধরনের পদ সৃষ্টি করেছিল দেশটি। সেসময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ট্রেসি ক্রাউচের ওপর এই দায়িত্ব দিয়েছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে