​হামলার পর ইরানকে সতর্কবার্তা দিলেন বাইডেন

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০

যাযাদি ডেস্ক

 

 

সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিৎ ইরানের।

 

টেক্সাস যাওয়ার পথে হিউস্টনে ইরানকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘তোমরা দায়সারা আচরণ করতে পারবে না। সাবধান হও!’ এর আগে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি এই হামলাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন।

 

তিনি বলেন,মার্কিনীদের রক্ষার্থে বাইডেন কাজ করছে এবং যখন কিছু হুমকিস্বরূপ মনে হবে তাতে তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। গতকাল পেন্টাগন অফিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামলার জেরে বদলা হিসেবে এই হামলা। এনডি টিভি, আল জাজিরা

 

যাযাদি/এসএইচ