শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে করোনার টিকা দিচ্ছে চীন

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২১, ১৮:১৪

আফগানিস্তানকে চার লাখ করোনার টিকা দিচ্ছে চীন। সোমবার এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। এর আগে ভারতের কাছ থেকে পাঁচ লাখ টিকা পেয়েছে আফগানিস্তান।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম দস্তগির নাজারি বলেন, মস্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে টিকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। চীনে তৈরি সিনোফার্মের টিকাই দেওয়া হবে। তবে কবে নাগাদ এসব টিকা আফগানিস্তানে পৌঁছাবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি গোলাম দস্তগির নাজারি।

চীনা সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ)। এর আগেই ভারতের কাছ থেকে উপহার হিসেবে যে পাঁচ লাখ টিকা আফগানিস্তান পেয়েছে, সেগুলো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা, উৎপাদিত ভারতের সেরাম ইনস্টিটিউটে।

গত সপ্তাহে আফগানিস্তানে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ৩৪টি প্রদেশের ১২ হাজার স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে টিকা নিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আফগানিস্তানে এখন পর্যন্ত ৫৫ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৪৪৪ জন। সূত্র- রয়টার্স

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে