‍লিবিয়ার উপকূল থেকে ১০০ অভিবাসী উদ্ধার

প্রকাশ | ০১ মার্চ ২০২১, ১৮:৩৩

যাযাদি ডেস্ক

 

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে রোববার প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া অভিবাসী অধিকাংশই আফ্রিকান।

 

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। গুরুতর অসুস্থ দুজনকে লিবিয়ার রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের শরীর রোদে পুড়ে গেছে। অনেকের শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে গেছে।

 

লিবিয়ার কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ইউরোপে যাওয়ার চেষ্টায় থাকা একই অভিবাসী দলের প্রায় ২০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

 

যাযাদি/ এমডি