হোয়াইট হাউস ছাড়ার আগেই টিকা নিয়েছিলেন ট্রাম্প-মেলানিয়া!

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৬:২৯

যাযাদি ডেস্ক

হোয়াইট হাউস ছাড়ার আগে গত জানুয়ারি মাসে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

 

স্থানীয় সময় গতকাল সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

বিস্তারিত কোনো কিছু না জানিয়ে ট্রাম্পের ওই উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছিলেন।’

 

২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জো বাইডেন। অভিষেকের আগে গত ২১ ডিসেম্বর তিনি প্রকাশ্যে করোনার টিকা নেন, কিন্তু ট্রাম্পের টিকা গ্রহণের বিষয়টি আগে প্রকাশ হয়নি।

 

হোয়াইট হাউস ছাড়ার পর গত রোববার দেওয়া প্রথম বক্তব্যে ট্রাম্প বলেন, প্রত্যেকের উচিত কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেওয়া। তবে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের টিকা নেওয়ার খবরে ‘সংশয়’ প্রকাশ করেছেন তার কয়েকজন সমর্থক।

 

গত অক্টোবরের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের উপকণ্ঠে এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

শুরু থেকে মহামারি পরিস্থিতি মোকাবিলায় নানা সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক ও লকডাউনবিরোধী অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেন তিনি।

 

যাযাদি/ এমডি