বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

যাযাদি ডেস্ক
  ০৬ মার্চ ২০২১, ১০:১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আন্তত আরও ৩০ জন। শুক্রবার সন্ধ্যায় লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরায় এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁয় ঢুকে পরে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ ওসমান জানিয়েছেন, হামলাটি খুবই ভয়াবহ ছিল। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ হতাহত হয়ে থাকবে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে।

কোনো পক্ষ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাব সোমালিয়া এবং আশপাশের দেশে মাঝে মধ্যেই এমন গাড়িবোমা হামলা চালায়। এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী তাদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে