বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার তেলক্ষেত্রে তুরস্কের মিসাইল হামলা!

যাযাদি ডেস্ক
  ০৬ মার্চ ২০২১, ১০:৫৫

ফের মিসাইল হামলা চালানো হয়েছে সিরিয়ায়। দেশটির তুর্কি সীমান্তের অদূরে আল-বাব ও জারাব্লাস শহরের পাশের তেলক্ষেত্রে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। শুক্রবার (৫ মার্চ) খবরে বলা হয়, এ হামলায় একজন নিহত হয়েছেন।

জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ১৮। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে অভিযোগের আঙ্গুল উঠছে তুরস্কের দিকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে বহুদিন থেকেই চেষ্টা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এ হামলাটিও ঘটেছে তুর্কি সীমান্তের খুব কাছে। হামলার খবরও সবার আগে প্রকাশিত হয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ায়। সব মিলিয়ে তুরস্ককেই দায়ী ভাবা হচ্ছে।

বাশার আল আসাদ টিকে আছেন রাশিয়া ও ইরানের ওপর নির্ভর করে। তাদের সহায়তায় বিদ্রোহীদের দেশের উত্তরপশ্চিম অঞ্চলে তাড়িয়ে কোণঠাসা করতে সফল হয়েছেন আসাদ। তবে তুরস্ক এখনো সিরিয়ান বিদ্রোহীদের হাত খুলে সাহায্য পাঠাচ্ছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে