বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ১১:৩৭

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণের অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬ শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। রোববার বিকেলে গিনির সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক নগরী খ্যাত বাটার একটি সামরিক ব্যারাকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিনামাইটের মতো বিস্ফোরক দ্রব্য অযাচিতভাবে রাখার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং।

ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ট্রাক, পিক-আপ ও ভ্যানে করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বসাধারণকে রক্তদানের জন্য আহ্বান করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থলেই মেডিকেল ক্যাম্প স্থাপন করে আহতদের চিকিৎসা সেবা দিতে শুরু করেছে সামরিক বাহিনীর একটি ইউনিট।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে