করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। গতকাল শনিবার এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শরীরে অল্প জ্বর থাকলেও মনোবল চাঙা আছে বলে জানান আলবের্তো। বর্তমানে বাসাতেই আইসোলেশনে থেকেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
চলতি বছরের প্রথম দিকে রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ফাইভ নিয়েছিলেন আলবের্তো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ। আর মারা গেছে ৫৬ হাজারের বেশি।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd