অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্তজমাটের বিষয়টি খুবই বিরল

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১০:৩৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ১০:৩৮

যাযাদি ডেস্ক

 

ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন পরীক্ষকরা বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের ফলে অস্বাভাবিকভাবে রক্তজমাট বাঁধার ঘটনা ভ্যাকসিনটির খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তালিকাভুক্ত করা উচিত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

 

 

ইউরোপে রক্তজমাট বাঁধার ৮৬টি ঘটনা পর্যবেক্ষণ করে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) রক্ত জমাট বাঁধার যতটুকু ঝুঁকি রয়েছে তার তুলনায় লাভ অনেক বেশি। তারা সুনির্দিষ্টভাবে ঝুঁকির কারণগুলো চিহ্নিত করতে পারেনি। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ৬০ বছরের কমবয়সী নারীরা এ সমস্যায় ভূগেছেন।

 

তবে যুক্তরাজ্যের ভ্যাকসিন উপদেষ্টা পরিষদ বলেছে, ৩০ বছরের কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বদলে বিকল্প টিকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

 

মার্চের শেষ নাগাদ দেশটিতে প্রায় ৭৯ জন ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার পর রক্তজমাট বাঁধার সমস্যায় ভূগেছেন। এদের মধ্যে ১৯ জন মারা গেছেন। এছাড়া বুধবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন সুরক্ষা প্যানেল বলেছে, রক্তজমাট বাঁধার ঘটনা বিশ্বাসযোগ্য কিন্ত তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনাগুলো খুবই দুর্লভ।

 

যাযাদি/এসএইচ