বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২১, ১০:৩৯

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে গিয়ে তিনি করোনার টিকা নেন।

টিকা নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেন তিনি। টুইট বার্তায় মোদি বলেন, ‘আজ এআইআইএমএস-এ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে রুখতে যে কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে দ্রুত নিন। কো-উইনে রেজিস্ট্রার করে টিকা নিন।’

মোদিকে টিকা দেয়ার সময় সঙ্গে দুজন নার্স ছিলেন। তাদের মধ্যে একজন পি নিভেদা। যিনি গতবার মোদিকে টিকা দিয়েছিলেন। এবার তাকে টিকা দেন নিশা শর্মা নামের এক নার্স।

এর আগে গত ১ মার্চ এআইআইএমএস-এ করোনার টিকা কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন মোদি। অর্থাৎ প্রথম ডোজ নেয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন তিনি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে