যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়ঙ্কর ঝড়ের আঘাত

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৪:২৮

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে তীব্র ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত একজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে গাছপালা, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন উল্টে গেছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

 

উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ঙ্কর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। সড়কে অনেক গাড়ি উল্টে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

 

একটি গাছ উপড়ে কাড্য পারিশ এলাকার ভ্রাম্যমাণ ঘরের ওপর পড়লে এটি আংশিক ধ্বংস হয় এবং ৪৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এদিকে আবহাওয়া বিভাগ প্রবল বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়ারও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। সূত্র : বাসস

 

যাযাদি/এসএইচ