পেরুতে যাত্রীবাহী বাস উল্টে ২২ জন নিহত

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ১৮:২৮

যাযাদি ডেস্ক

 

পেরুর আন্দিয়ান সড়কে সোমবার (১২ এপ্রিল) প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ায় ২২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

 

জানা যায়, স্থানীয় সময় সোমবার সকাল সাতটার দিকে পলো সেকো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বেশিরভাগ যাত্রীই রবিবার রাষ্ট্রপতি ও কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার পরে বাড়ি ফিরছিলেন পরোবাম্বা জেলা পৌরসভা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ’দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২০ জন মারা যায়, হাসপাতালে নেওয়ার সময় আরও দু'জন মারা যায়।’

 

পুলিশের এক কর্মকর্তা বলেন, রাজধানী লিমা থেকে প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরে পেরুর পশ্চিমাঞ্চলীয় হুয়ারেজ নগরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোববার নতুন প্রেসিডেন্ট এবং কংগ্রেস নির্বাচনে ভোট দেয়ার পর অধিকাংশ যাত্রীরা বাড়ি ফিরছিল।

 

পেরুতে প্রায়শই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষকরে বর্ষা মৌসুমে। এছাড়া দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থাপনাও অনেক দুর্বল। এটিও দেশটিতে সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ।  সূত্র: সিএনএন।

 

যাযাদি/এসআই