গুহায় মিলল ৪৫ হাজার বছরের পুরোনো মানুষের কঙ্কাল

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ২০:২৬

যাযাদি ডেস্ক

 

দুই কিংবা পাঁচশো নয়, পঁয়তাল্লিশ হাজার বছর পুরোনো মানুষের কঙ্কাল মিলল পাহাড়ের গুহা থেকে। ইউরোপের বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার ড্রায়ানোভো শহরের বাচো কিরো গুহায় মিলেছে মানবজাতির অতিপ্রাচীন দেহাবশেষ। তা নিয়েই গোটা বিশ্বে তোলপাড়।

 

অতিপ্রাচীন ওই গুহায় মানব দেহের কঙ্কাল কীভাবে আসলো তাই খুঁজে বের করার চেষ্টা করছেন ভাবাচ্ছে প্রত্নতাত্ত্বিকরা। পরীক্ষা করে দেখা গিছে, উদ্ধার হওয়া মানব দেহের কঙ্কালগুলো প্রায় ৪৫ হাজার বছরের পুরনো।

 

প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের মতে, মানবজাতীর আবির্ভাব হয়েছিল হোমোস্যাপিয়েন্স-র সূত্র ধরে। তাও আবার প্রায় সাড়ে তিন লাখ বছর আগে। তারা এসেছিল আফ্রিকা থেকে। পরে তারা ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে।

 

তবে কি বুলগেরিয়ায় উদ্ধার হওয়া মানব জাতীর দেহাংশ হোমো স্যাপিয়েন্সের, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিজ্ঞানী মহলে।

 

বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন, সমস্ত প্রশ্নের উত্তর পেতে কঙ্কালগুলো পরীক্ষা করে জানা গেছে, এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ উভয়ের নিদর্শন। উদ্ধার হওয়া কঙ্কালগুলো তিন পুরুষের দেহাবশেষ; যা ৪৫ হাজার বছর পুরনো। পাওয়া গেছে এক নারীর দেহাবশেষ।

 

তবে সেটি ৩৫ হাজার বছরের পুরনো। উদ্ধার হওয়া মানব দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করেই বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানা গেছে।

 

যাযাদি/এসআই