বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিশরের রোববারের ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২১, ১১:৪২

মিশরের রাজধানী কায়রোর উত্তরে রোববারের ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ২৩ জন নিহত ও ১৩৯ জন আহত হয়েছেন বলে দেশটির পাবলিক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে।

ওইদিন স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছিল মিশর জাতীয় রেলওয়ে।

ট্রেনটি কায়রো থেকে নীল নদের বদ্বীপ অঞ্চলের শহর মানসৌরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ তখন ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছিল।

মঙ্গলবার দেশটির পাবলিক প্রসিকিউটর দপ্তর এক বিবৃতিতে হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাবলিক প্রসিকিউটর ট্রেনটির চালক, রেলওয়ে কর্মী ও কর্মকর্তাসহ ২৩ জনকে আটক করার নির্দেশ দিয়েছেন।

ট্রেন দুর্ঘটনার কারণ পরিষ্কার হয়নি। অবহেলাজনিত কারণে এ ঘটনা ঘটেছে কিনা সরকারি কৌঁসুলিরা তা তদন্ত করে দেখছেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে