​রাশিয়ায় এক ডোজের স্পুটনিক টিকার অনুমোদন

প্রকাশ | ০৬ মে ২০২১, ২০:৫৯

যাযাদি ডেস্ক

 

স্থানীয়ভাবে উদ্ভাবিত কোভিড-১৯ টিকা স্পুটনিক-৫ এর এক ডোজের একটি ‘লাইট ভার্সন’ ব্যবহারের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার টিকাটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই অনুমোদন পাওয়ার কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

 

টিকাটির অর্থায়নকারী প্রতিষ্ঠান দ্য রাশিয়ান ডিরেক্ট ডেভেলপমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে দুই ডোজের কার্যকারিতা ৯১.৬ শতাংশ হলেও স্পুটনিক ‘লাইট’ নামের এক ডোজ সংক্রমণ ঠেকাতে ৭৯.৪ শতাংশ কার্যকর।

 

গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত রাশিয়ায় করোনার গণটিকাদান কর্মসূচির আওতায় যারা টিকা নিয়েছেন তাদের টিকা নেওয়ার ২৮ দিন পরের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলে এক ডোজের টিকার কার্যকারিতা নিয়ে এ তথ্য জানা গেছে।

 

রাশিয়ার স্পুটনিক-৫ টিকাটি ইতোমধ্যে ৬০টির বেশি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) অথবা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি। 

 

পশ্চিম দেশগুলো করোনার সংক্রমণ ঠেকাতে এই টিকার কার্যকারিত নিয়ে সন্দিহান। তাই তারা অনুমোদন দেয়নি। যদিও বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানচেট আগে থেকেই বলে আসছে এই টিকা নিরাপদ ও এর দুই ডোজের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি।

 

যাযাদি/এসআই