শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে করোনায় আরও ১২৪ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ১০ মে ২০২১, ১৩:১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গে আরও ১২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। এছাড়া বিদ্যমান করোনা মহামারির অবনতি হওয়ায় রাজ্যটিতে প্রথমবারের মতো সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়িয়েছে।

রোববার (৯ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৯৯৭ ও কলকাতায় ৩ হাজার ৯৬৬ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে মোট আকান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৩ হাজার ১৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১২৪ জন কোভিড রোগী মারা গেছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৪ এবং কলকাতায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৩২৭ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পশ্চিমবঙ্গে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে মোট সংক্রমণের হার প্রথমবারের মতো দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে। এছাড়া দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩০ ধমমিক ৮০ শতাংশে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে