শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ২০

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২১, ০৯:০৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়ে মারলে পাল্টা জবাবে ইসরায়েল বিমান হামলা চালায় বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, গাজার উত্তরাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গণে দফায় দফায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনী। এমনকি মুসলমানদের শবে কদরের নামাজের সময়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংঘর্ষে এ পর্যন্ত ৩০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানান, তাদের হামলায় অন্তত তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। কিন্তু হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলায় তাদের সশস্ত্র শাখা দ্য ইজজেদাইন আল-কাশেম ব্রিগেডের একজন কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, হামাসের উচিত দ্রুত রকেট হামলা বন্ধ করা। তিনি উভয়পক্ষকে সংঘাত থেকে সড়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়। সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল আকসায় ঢুকে পড়ে। সেখানে তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়ে। এতে শতাধিক ব্যক্তি আহত হন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২১৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ১৫৩ জন হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক অবস্থায় আছেন চারজন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে