শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কর্মীকে আটক করেছে চীন

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ১২:১৭

ওয়াং আইজহং (৪৪) নামের এক অধিকার কর্মী টুইটারে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে গ্রেফতার করেছে চীন। তার বিরুদ্ধে ভিন্নমত দমন করার জন্য চীনা কর্তৃপক্ষের ‘ঝগড়া করা এবং ঝামেলা উস্কে দেওয়ার’ সাধারণ অভিযোগ করা হয়েছে।

পারিবারিক বন্ধুর সূত্রে জানা গেছে, ওয়াং হেনান এবং আইনজীবী উভয়কেই মিডিয়ার সাথে কথা না বলার জন্য সতর্ক করা হয়েছিল। থানায় পুলিশ ওয়াং হেনানকে জানিয়েছে, ওয়াং আইজহং ইন্টারনেটে পোস্ট করা মন্তব্য এবং বিদেশী প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারের কারণে তাকে আটক করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ওয়াং আইজহং। তিনি পার্শ্ববর্তী শহর ঝংশানে একদল ব্যবসায়ীর সাথে নৈশভোজে যোগ দিয়েছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওয়াং আইজহং-এর পরিবার এবং আইনজীবীর মতে, তাকে তিয়ানহে জেলার একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে, যেখানে গুয়াংজুতে করোনার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে পুলিশ ব্যক্তিগত যোগাযোগ নিষিদ্ধ করেছে।

এছাড়াও জিয়াংসু প্রদেশের নানজিং-এ গত মাসে একই অভিযোগে মানবাধিকার কর্মী ওয়াং মোকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে