গত ২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

প্রকাশ | ১৪ জুন ২০২১, ১০:৪৪

যাযাদি ডেস্ক

 

ভারতে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আরও কমছে। গত ১ এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। তবে দেশটিতে করোনায় মৃত্যু বেড়েছে।

 

আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে ৭০ হাজার ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় (শনিবার) ৮০ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৯২১ জন মারা গেছেন। আগের ২৪ ঘণ্টায় (শনিবার) মারা যান ৩ হাজার ৩০৩ জন।

 

সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫।

 

ভারতে টানা সাত দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭১ শতাংশ।

 

দেশটিতে শুক্রবার শনাক্ত হয় ৮৪ হাজার ৩৩২ জন। মারা যান ৪ হাজার ২ জন। বৃহস্পতিবার ৯১ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ৩ হাজার ৪০৩ জন। বুধবার শনাক্ত হয় ৯৪ হাজার ৫২ জন। মারা যান ৬ হাজার ১৪৮ জন। মঙ্গলবার ৯২ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ২১৯ জন। গত সোমবার ৮৬ হাজার ৪৯৮ জনের শনাক্ত হয়। মারা যান ২ হাজার ১২৩ জন।

 

যাযাদি/ এমডি