শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণে কেনিয়ায় নিহত ১৩

যাযাদি ডেস্ক
  ১৮ জুলাই ২০২১, ১৯:৪৫

পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কেনিয়ায় ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রোববার রাতে দেশটির কিসুমু ও বুসিয়া জেলা সংযোগকারী সড়কের মাঝামাঝি এলাকায় ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

বুসিয়া জেলার পুলিশ প্রধান মোরেসো চাচা বিবিসিকে জানান, কেনিয়া ও উগান্ডার সীমান্তবর্তী জেলা শহর বুসিয়া থেকে একটি দুধভর্তি ট্রাক কিসুমু শহরের দিকে যাচ্ছিল, অন্যদিকে একই সড়ক ধরে বিপরীত দিক থেকে, কিসুমু থেকে বুসিয়ার দিকে আসছিল পেট্রোলবাহী একটি ট্যাঙ্কার লরি।

ট্যাঙ্কার লরিটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে দুধবাহী ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয় এবং ট্যাঙ্কার লরিটি উল্টে গিয়ে সেখান থেকে পেট্রোল ছড়িয়ে পড়তে থাকে।

ট্যাংকার উল্টে পড়ার পর স্থানীয় লোকজন সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল। সেসময়ই বিস্ফোরণ ঘটে।

মোরেসো বলেন, ‘বিস্ফোরণের সময় সেখানে বহু মানুষ ছিল, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেহের অধিকাংশই পুড়ে গেছে তাদের।’

গুরুতর আহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে বলে উল্লেখ করেছেন তিনি।

কেনিয়ায় অবশ্য সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে এসব দুর্ঘটানার কারণ- মহাসড়কে গতিসীমা মেনে চলতে চালকদের উদাসীনতা ও রাতের বেলা গাড়ির হেডলাইট বন্ধ রাখা।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, প্রতিবছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩ হাজার মানুষের। সূত্র : বিবিসি

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে