চীনের এক শহরজুড়ে ৩০০ ফুটের ধুলোঝড়

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ১৭:৩৬

যাযাদি ডেস্ক

যেদিকে তাকাবেন শুধুই ধুলো আর ধুলো। গোটা শহরকে যেন মেঘের মতো ঢেকে রেখেছে ধুলোর দেয়াল। সম্প্রতি চীনের এক শহরের ঘটনা এটি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। ধুলোঝড়ের এ দৃশ্য অবাক করছে নেটিজেনদের।

 

চীনের উত্তর-পশ্চিম প্রান্তের ছোট শহর ডুনহুয়াং। রোববার স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ বিশালাকার ধুলোর আস্তরণে ঢেকে যেতে শুরু করে শহর। শহরের সর্বত্র জুড়ে ছিল ওই ধুলোর মেঘ। যার গড় উচ্চতা ৩০০ ফুটেরও বেশি ছিল।

 

ধুলোতে সব ঝাপসা হয়ে যায়। ২০ ফুট দুরের কিছুও দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ওই ধুলোর ঝড় শেষ না হওয়া পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ ছিল।

 

চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি গোবির কাছে অবস্থিত ওই শহর। মরুভূমির ধুলোর ঝড়েই শহরটির এই অবস্থা ও এতে শহরটির বাতাসের মানের ব্যাপক অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

যাযাদি/এসআই