আমি লিডার নই, ক্যাডার: মমতা

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ১২:১৬

যাযাদি ডেস্ক

 

বিজেপিকে রুখতে হলে ভারতের বিরোধী দলগুলোকে একজোট হতে হবে বলে বার্তা দিয়েছিলেন একুশের মঞ্চেই। বুধবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে একই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তার মতে, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হলে সব বিরোধী দলগুলোকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সোনিয়ার সঙ্গে জোট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেও বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন মমতা।

 

বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে দলের আরেক নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। বিজেপি বিরোধী জোটে তিনিই নেতৃত্ব দেবেন কিনা, তার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মমতা বলেন, ‘বিজেপি-কে হারাতে হলে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। একা আমি কিছু করতে পারবো না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার।’ সূত্র: আনন্দবাজার

 

যাযাদি/এসএইচ