​ যুক্তরাষ্ট্রে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আভাস

প্রকাশ | ২৯ জুলাই ২০২১, ১৭:০৬

যাযাদি ডেস্ক

 

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কান উপদ্বীপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ২।

 

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়েছে আলাস্কান উপদ্বীপসহ এর আশপাশের এলাকায়।

 

খবর রয়টার্সে খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের প্রভাবে আগামী ৩ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু উপকূলে সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

 

গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

যাযাদি/এসআই