পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনপন্থীরা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

যাযাদি ডেস্ক

 

 

রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে টানা তৃতীয় দিনের মতো ভোট গ্রহণ চলছে রোববার। রুশ পার্লামেন্ট দুমার নিম্নকক্ষের ৪৫০ আসনে এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি জয় লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

 

এর আগে শুক্রবার রাশিয়ায় অষ্টম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় তিন দিন ধরে ভোট গ্রহণ চলছে।

 

 

 

বর্তমান পার্লামেন্টে ইউনাইটেড রাশিয়া পার্টি ৩৩৬টি আসন দখল করে আছে। ২০০৩ সালে রাশিয়ার ৪র্থ পার্লামেন্টে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই দলটি রাশিয়ায় সরকার গঠন করে আসছে।

 

ইউনাইটেড রাশিয়ার সাথে সাথে নির্বাচনে কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর পার্টিসহ বেশ কিছু সরকার ঘনিষ্ঠ দল অংশগ্রহণ করছে। তবে পুতিনের সমালোচক আলেক্সেই নাভালনি ও তার দলকে 'উগ্রবাদী' অভিযোগে নির্বাচনে অংশগ্রহণে জুনে রুশ আদালত নিষেধাজ্ঞা দেয়। সূত্র : আলজাজিরা

 

যাযাদি/এসআই