মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

যাযাদি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হেলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, উত্তরপশ্চিম জেরুজালেমের বিদ্দু গ্রামে তিন জন নিহত হয়েছেন। এছাড়া জেনিন শহরের উত্তরপশ্চিমে বুরকিন গ্রামে নিহত হয়েছেন আরও এক জন। আরও এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দুকযুদ্ধ চলাকালে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম তীরে সেনারা পাঁচটি অভিযান চালিয়েছে। হামাসের সন্ত্রাসীদের হামলা চালানো বন্ধে এই অভিযান চালানো হয়েছে।

মুখপাত্র বলেন, ‘রামাল্লাহর দক্ষিণপূর্বের বিদ্দু গ্রামে বন্দুকযুদ্ধে হামাসের তিন সন্ত্রাসী নিহত হয়েছে। বুরকিন গ্রামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখানে এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে