বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​ ২০০ কেজি স্বর্ণ দিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ কোরআন’ তৈরির দাবি

যাযাদি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১১

এবার ২০০ কেজি স্বর্ণ দিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ কোরআন’ তৈরির দাবি করা হলো। জানা গেছে, পাকিস্তানি শিল্পী শহিদ রাসাম ও চারশ’ শিক্ষার্থীর একটি দল এই শিল্পকর্মটি করেছেন। বিপুল পরিমাণ স্বর্ণের সাথে এতে দুই হাজার কেজি অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হয়েছে।

এর মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দিয়ে ক্যানভাসে কোরআনের সর্ববৃহৎ কপি খোদাই করা হয়েছে। প্রাকৃতিক মূল্যবান পাথর ও অ্যালুমিনিয়ামে স্বর্ণের প্রলেপ দেয়া পবিত্র কোরআনের কপিটি আগামী এক হাজার বছর স্থায়ী হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।

শিল্পী রাসাম ও তার টিম জানিয়েছে, আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া এক্সপো ২০২০ দুবাই প্রদর্শনীতে থাকছে এই পবিত্র কোরআন। ফ্রেম ছাড়া এই কপিটির দৈর্ঘ্য ৮.৫ ফুট এবং প্রস্থ ৬.৫ ফুট। এর মধ্যে ৮০ হাজার শব্দ ব্যবহৃত হয়েছে। প্রতি পৃষ্ঠায় ১৫০ শব্দ থাকবে। আর মোট ৫৫০ পৃষ্ঠা থাকবে। এটি একটি অনন্য প্রকল্প।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে