বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ ইরাক নির্বাচনে জয়ী হতে চলেছে মুকতাদা আল-সদরের দল

যাযাদি ডেস্ক
  ১২ অক্টোবর ২০২১, ০৯:৫১

ইরাকের পার্লামেন্টারি নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের দল সবচেয়ে বেশি আসন পেতে চলেছে। প্রাথমিক ফলাফল তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী ২০০৩ সালে সুন্নি নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইরাকের শিয়া গ্রুপগুলো সরকারে প্রাধান্য বিস্তার করছে, তারাই সরকার গঠন করে আসছে। নির্ধারিত সময়ের বেশ আগেই রোববার ইরাকে নির্বাচন অনুষ্ঠত হয়। ২০১৯ সালে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের পতন হয়।

নির্বাচনে অবশ্য ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। মাত্র ৪১ ভাগ ভোটার ভেঅট দিয়েছে। প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে, আল-সদরের আসন সংখ্যা ৭০ থেকে বেড়ে ৭৩ হতে যাচ্ছে। পার্লামেন্টের মোট আসনসংখ্যা ৩২৯। আল-সদর ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ওপর জোর দিয়ে থাকেন। সূত্র : আলজাজিরা

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে