​ বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের ব্যাপক অবনতি

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ১৪:০৬

যাযাদি ডেস্ক

 

চলতি ২০২১ সালে বিশ্বের ১১৬টি দেশের ওপর সমীক্ষা চালিয়েছে বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই)। এতে সাত ধাপ পিছিয়ে ১০১তম স্থানে নেমে গিয়েছে ভারত। গত বছর এই সূচকে তাদের অবস্থান ছিল ৯৪তম। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুধা এবং অপুষ্টির ওপর ভিত্তি করে গতকাল বৃহস্পতিবার সূচকটি প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ থেকেও কম স্কোর নিয়ে চীন, কুয়েত ও ব্রাজিলসহ ১৮টি দেশ শীর্ষে অবস্থান করছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৭৬তম।

 

এছাড়া নেপাল ৭৬, মিয়ানমার ৭১ এবং পাকিস্তান ৯২তম স্থানে অবস্থান করছে। ভারতের পেছনে রয়েছে কেবল ১৫টি দেশ। সেগুলো হলো- পাপুয়া নিউ গিনি (১০২), আফগানিস্তান (১০৩), নাইজেরিয়া (১০৪), কঙ্গো (১০৫), মোজাম্বিক (১০৬), সিয়েরা লিওন (১০৭), টিমর-লেস্টে (১০৮), হাইতি (১০৯), লাইবেরিয়া (১১০), মাদাগাস্কার (১১১), গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (১১২), চাদ (১১৩), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১১৪), ইয়েমেন (১১৫) এবং সোমালিয়া (১১৬)।

 

যাযাদি/এসএইচ